টুইটারে ছবি ও ভিডিও একত্রে পোস্ট করা যাবে

৯ আগষ্ট, ২০২২ ১৯:৩২  
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে বর্তমানে একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করা যায় না। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ফেসবুকের মতো একইসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করার সুবিধা আনার দাবি জানিয়ে আসছেন। অবশেষে প্রতীক্ষা শেষ হচ্ছে। খুব শিগগির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে টুইটারে, যেখানে একসঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। জানা গেছে, এরই মধ্যে পরীক্ষা করা হচ্ছে ফিচারটি। ফিচারটির সাহায্যে একটি মাল্টিমিডিয়া টুইটে ছবি, ভিডিও এবং জিআইএফ একসঙ্গে পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। এক টুইটে ছবি এবং ভিডিও উভয়ের জন্যই অ্যাকাউন্ট ট্যাগ করা যাবে। আপাতত কিছু ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন তবে তা সীমিত সময়ের জন্য। এছাড়াও ‘স্ট্যাটাস’ নামের আরও একটি ফিচার পরীক্ষা করছে টুইটার। এর মাধ্যমে ব্যবহারকারী যে কোনও পোস্ট পূর্ব-নির্ধারিত ‘লেবেল’-সহ ট্যাগ করতে পারবেন। আগে যেমন পাওয়া যেত লাইভজার্নাল বা মাইস্পেস। তেমনই এ বার পাওয়া যেতে পারে ‘স্পইলার এলার্ড’, ‘শোয়ার থটস’, ‘পিকচার অব দ্য ডে’ বা ‘ কারেন্ট স্ট্যাটাস’। ডিবিটেক/বিএমটি